নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে, ভোট বানচালে বিএনপি-জামায়াতের অপচেষ্টাকে প্রতিহত করে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিয়েছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী পরিস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে দলের সংবাদ সম্মেলনে, একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানে গণতন্ত্রের বিজয় হয়েছে।
এজন্য দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা ছিল বিরাট চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যম নির্বাচনের স্বচ্ছতা দেখেছে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ না নিলেও ‘বিএনপি-জামায়াত’ সহিংসতা, নাশকতা ও পৈশাচিক অগ্নি-সন্ত্রাস করেছে। গত বছরের ২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত তারা সারা দেশে সহিংসতা চালিয়ে যাচ্ছে। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩-১৪ সালে বিএনপি অংশ না নিয়ে হত্যা, ভোটকেন্দ্রে আগুন, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে হামলা, যানবাহনে আগুন ও অবরোধের মাধ্যমে নির্বাচন বানচালের অপচেষ্টা করেছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও তারা সহিংসতা করেছিল।
Leave a Reply