স্বাধিনতার কন্ঠ।। ভারতের দেয়া উপহারের ২০ লক্ষ করোনার টিকা গত বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করে ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে।
সকাল ৮টায় ভারতের মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বিমানটি। বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইতোমধ্যে বিমানবন্দরের ৮ নং গেট দিয়ে কয়েকটি ট্রাক ভেতরে ঢুকেছে। আনুষ্ঠানিকতা শেষ করে ভ্যাকসিনগুলো তেজগাঁ ইপিআই স্টোরে নিয়ে যাওয়া হবে।
Leave a Reply