স্বাধিনতার কন্ঠ।। শনিবার (২৭শে মার্চ) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুজা দিয়েছেন সাতক্ষীরার শ্যামনগরে যোশোরেশ্বরী মন্দিরে।
যশোরেশ্বরী মন্দিরে পুজা অর্চনার পর হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে মত বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা যান। সেখানে সফর শেষ করে গোপালগজ্ঞের টুঙ্গী পাড়ায় যাবেন।
টুঙ্গীপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করবেন নরেন্দ্র মোদি। তারপর কাশিয়ানির ওগাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের সাথে মত বিনিময় ও মন্দির পরিদর্শন করবেন। তারপর হেলিকাপ্টারে করে ঢাকায় ফিরে আসবেন তিনি।
ঢাকা এসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
Leave a Reply