স্বাধিনতার কন্ঠ ডেক্স।। করোনাভাইরাস পরিস্থিতিতির কারনে ভার্চুয়াল আদালতে আট দিনে সারাদেশে মোট ১৫ হাজার ২১৭ কারাবন্দি আসামিকে জামিন দিয়েছেন নিম্ন আদালত। এর মধ্যে শিশু রয়েছে ১৬৭ জন।
শুক্রবার ২৩শে এপ্রিল সুপ্রীমকোর্টের মুখপাত্র ব্যারিষ্টার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ২৬ হাজার ৮৪৮টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে ১৫ হাজার ২১৭ জন আসামি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা ১৬৭ জন।
ভার্চুয়াল শুনানিতে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ ও ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন কারাবন্দি আসামিকে জামিন দেন নিম্ন আদালত।
Leave a Reply