সংবাদদাতা।। আজ কিশোরগন্জ পৌরসভা নির্বাচন অনুষঠিত হচ্ছে। উক্ত নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তড়িয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঐ কেন্দ্রে কিছুক্ষন ভোট বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহন চালু হয় বলে জানিয়েছেন নির্বাহী মেজিস্ট্রেট রফিকুল ইসলাম।
এদিকে দলীয় প্রভাব, ভোট কারচুপি, ও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করার ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থীর তোফাজ্জল হোসেন খান। তিনি জানান, নৌকার সমর্থকেরা সকাল থেকে সব কয়টি কেন্দ্র নিয়ন্ত্রণ করেছে। ধানের শীষের ভোটারদের ভোট দিতে বাধা প্রদান করা হচ্ছে। তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। নিজ বাগান বাড়িতে এক সংবাদ সম্মেলনে বেলা ১১টার দিকে তিনি এসব কথা জানান।
এ সময় উপজেলা বিএনপির নেতা কর্মী ও ধানের শীষের সমর্থকেরা সেখানে উপস্থিত ছিলেন।
একই অভিযোগে পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেত্রী সালমা আনিকা।
Leave a Reply