বিনোদন ডেক্স।। মঞ্চের সামনে উপস্হিত অগণিত দর্শক। জমকালো মঞ্চে গান শুরু করতে যাচ্ছেন জনপ্রীয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। হঠাৎ করেই মিউজিশিয়ানদের থামতে বলেন তিনি। মঞ্চের সামনে দর্শকদের দিকে এগিয়ে গিয়ে নচিকেতা জিজ্ঞাসা করেন, ‘কী বলছো? এই নচিকেতা মানে কী? তুমি আমার বন্ধু? আমি তোমার থেকে ছোট? মারব কানের নিচে। ভদ্রভাবে কথা বলতে শেখো।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এমন ভিডিও।
হঠাৎ নচিকেতা কেন রেগে গেলেন? আসলে কী ঘটেছিল সেদিন? ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনের সারির কোনো এক দর্শক নচিকেতাকে ‘নচিকেতা’ বলে ডেকে ওঠেন। কিন্তু এমন সম্বোধন ভালো লাগেনি তাঁর। যদিওবা পরে সব সামলে আবার গান শুরু করেন।
ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় একটি গানের অনুষ্ঠান করা হয়। আর সেই অনুষ্ঠানেই এমন ঘটনা ঘটে।
Leave a Reply