নিজস্ব প্রতিনিধি।। ঝাকুয়াটারী জামে মসজিদ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টের কাছে বাংলাদেশের ভূখন্ডে অবস্থিত।
মসজিদটির একপাশে বাংলাদেশের গ্রাম আরেকপাশে ভারতের গ্রাম। বহু বছর ধরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ এক সাথে আদায় করেন দুই দেশের দুই গ্রামের মুসলিম অধিবাসীরা।
মসজিদটির উত্তরে ভারতের কুচবিহার জেলার সাহেবগন্জ থানার ঝাকুয়াটারি গ্রাম আর দক্ষিনে বাংলাদেশের ভূরুঙ্গামারি উপজেলার বাঁশজানি গ্রাম। দেশ ভাগের বহু আগে নির্মিত হয় এই প্রাচীন মসজিদটি। কাঁটা তারের বেড়ার বাইরে সীমান্ত রেখা ঘেষে বাংলাদেশের অভ্যান্তরে মসজিদটি অবস্হিত।
আজান শোনার পরপরই মসজিদে চলে আসেন দুই দেশের দুই গ্রামের মুসল্লিরা। এক সাথে নামাজ আদায়, দোয়া, মিলাদ এমনকি একসাথে বসে তবরাকও খান দুই দেশের মানুষ। ভূলে যান তখন ওরা ভিন্ন দেশের মানুষ।
এলাকাবাসী জানান, মসজিদটি ভাঙ্গা হলেও এটা আমাদের দুই দেশের এই দুই গ্রামের মানুষের গর্ব। দুই দেশের অনেক মানুষ মসজিদটি দেখতে আসেন এবং নামাজ পড়েন এই মসজিদটিতে। দুই গ্রামের মানুষ নিজেদের টাকা দিয়েই মসজিদটি সংস্কার করে থাকেন।
ভূরুঙ্গামারী ইউএনও দীপক কুমার দেব শর্মা জানান, মসজিদটির উন্নয়নের কাজ করা হবে আমি মসজিটি দেখেছি।
Leave a Reply