স্টাফ রিপোর্টার ।। গত শুক্রবার মশুড়িয়াপাড়া ভাটাপাড়া মসজিদে জুম্মার নামাজ আদায় করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য সাকিবুর রহমান শরীফ কনক।নামাজ শেষে দোয়া মাহফিলে মহান আল্লাহতায়ালার দরবারে কনক তার বাবা প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও তার পরিবার পরিজনসহ সকলের জন্য দোয়া কামনা করেন এবং মুসল্লীদের সাথে মত-বিনিময় ও আলোচনা করে, মসজিদের উন্নয়ন তহবিলে নগদ এক লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।অন্যদিকে দূর্গাপুজা চলাকালে আটঘরিয়া উত্তরচক কেন্দ্রিয় ঠাকুরবাড়ি কালি মন্দির পুজা কমিটির আমন্ত্রণে, পূজামন্ডপ পরিদর্শন করেন, এবং নতুন একটি পুজা মন্দির এর শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপ -কমিটির সম্মানীত সদস্য, সাকিবুর রহমান শরীফ কনক । কনকের আগমন উপলক্ষে আটঘরিয়াতে শত-শত মানুষ ও যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা একত্রিত হয়ে মোটরসাইকেল যোগে সংবর্ধনা প্রদান করেন। কনকসহ উভয় পক্ষ মন্দিরের পুজা কমিটির বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। পরে বিভিন্ন সমস্যা সমাধানে মন্দিরের কল্যানে কনক পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন।
Leave a Reply