স্টাফ রিপোর্টার।।।সারা দেশের ন্যায় ঈশ্বরদীও যখন প্রচন্ড শীতে কাঁপছে ঠিক তখন দুস্হ অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন মেজর ইমরুল আলম (অব:)।
অদ্য বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মেজর ইমরুল আলমের (অব:) পরিবারের পক্ষ থেকে দানকৃত জমির উপরে নির্মিত কামারপাড়া মসজিদ প্রাঙ্গনে মেজর ইমরুল আলমের (অব;) পক্ষ থেকে দুস্হ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রায় একশত শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।ইমরুল সাহেবের এই মহৎ উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply