চোরাই পথে দেশে ফোন আসা বা চুরি হওয়া ফোন ব্যাবহার করার দিন শেষ হতে চলেছে বাংলাদেশে। যে কোনো ফোন বাজার থেকে ক্রয় করার সময় দেখে নেওয়া যাবে ফোনটি বিটিআরসি কর্তৃক বৈধ নিবন্ধিত কিনা। এই জন্য বাংলাদেশে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এন ই আই আর)। এইটা চালু হওয়ার পরে মোবাইল নেটোয়ার্কে আর যোগাযোগ করা যাবেনা অবৈধ নকল মোবাইল ফোন দিয়ে।
মোবাইলটি নকল অবৈধ কিনা তা দেখতে ম্যাসেজে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে তা ১৬০০২ নম্বরে সেন্ড করতে হবে। একটি ম্যাসেজ আসবে তাতে মোবাইল ফোনটির আইএমইআই নম্বরটি বিটিআরসি ডাটাবেজে সংরক্ষিত কিনা তা জানতে পারবেন। বিটিআরসিতে এসএমএস করতে *#/, ইত্যাদি চিন্হ ব্যাবহারের কোনো প্রয়োজন নেই, শুধু ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখতে হবে।
নতুন ফোনের কভারে আইএমইআই নম্বর লিখা থাকে। আবার হ্যন্ডসেটে *#০৬# ডায়াল করে জেনে নেয়া যায় ফোনের ১৫ ডিজিটের আইইএমআই নম্বর।
- সূত্র: টেক নিউনস।
Leave a Reply