ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মন্টগোমেরির আইনজীবীদের দাবি ছিল, তিনি মানসিকভাবে অসুস্থ। সে কারণে তার মৃত্যুদণ্ড যেনো না দেওয়া হয়।
তবে শেষ পর্যন্ত গত বুধবার স্থানীয় সময় রাত দেড়টায় বিষাক্ত ইনজেকশন দিয়ে মন্টগোমেরির মৃত্যু নিশ্চিত করা হয়।
ঐ নারীর আইনজীবী কেলি হেনরি এক বিবৃতিতে বলেছেন, এক ব্যর্থ প্রশাসনের মৃত্যুদণ্ড কার্যকরের প্রদর্শনী ছিল আজ রাতে। লিসা মন্টগোমেরির মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে জড়িত প্রত্যেকের লজ্জা হওয়া উচিত। ক্ষতিগ্রস্ত ও বিভ্রান্ত একজন নারীকে হত্যা করার উদ্যোগ থেকে সরকার কোনোক্রমেেই সরে আসেনি। ঐ নারীর মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ ছিল না।
লিসা ছুরি দিয়ে স্টিনেটের তলপেট চিরে ফেলেন। পেট থেকে বাচ্চা বের করে নিয়ে গলা টিপে স্টিনেটকে হত্যা করে শিশুটিকে নিজের সন্তান বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করা হয়। কিন্তু তার আইনজীবীরা আদালতে যুক্তি দেন, শৈশবে সংঘবদ্ধ ধর্ষণসহ যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। তার পর থেকে সে মানুষিক ভাবে অসুস্হ।
Leave a Reply