স্টাফ রিপোর্টার।। যৌতুকের দাবিতে স্ত্রীর উপরে অমানবিক নির্যাতন করায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে হাজির হয়ে অভিযোগ করেন এক নির্যাতিতা নারী।
গতকাল ০১/০২/২৩ (বুধবার) রাতে মোছাম্মৎ শারমিন আক্তার স্মৃতি তার মাকে সঙ্গে করে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে হাজির হয়ে এ অভিযোগ করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত প্রায় দুই বছর দুই মাস পূর্বে আমি মোছাম্মৎ শারমিন আক্তার স্মৃতি মাহাবুবুল আলম পল্লব (৩৩) পিতা মোজাফফর হোসেন বাবুপাড়া পাড়া, পাকশী, ঈশ্বরদী এর সাথে বিবাহ হয়।বিবাহের পর থেকে স্বামী পল্লব ও ননদ মোসাম্মৎ পলি খাতুন (৩৬) যৌতুকের দাবিতে বিভিন্ন সময় আমাকে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ৩১/০১/২৩ তারিখ সকাল দশটার দিকে পল্লব ও পলি খাতুন আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় ও কিল ঘুষি লাথি মেরে গুরুতর অসুস্থ করে। তলপেটে লাথি মারার কারণে আমার রক্তপাত শুরু হয়।আমার বাবা-মা এবং মামা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার শারীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। সেখানে আমাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অজ্ঞাত কারণে পরের দিন সকালে ছাড়পত্র দিয়ে দেয়। এখনো আমি গুরুতর অসুস্থ এবং আমার রক্তক্ষরণ হচ্ছে। ইতিপূর্বে আমার সুখের কথা চিন্তা করে বাবা মা আমার স্বামীকে তিনলক্ষ টাকা প্রদান করে। তারপরেও আরো যৌতুকের দাবিতে আমার উপরে প্রতিনিয়ত এ ধরনের নির্যাতন করে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply