স্টাফ রিপোর্টার।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ জুন) রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সুমাইয়া নিজ বাড়িতে টিভি দেখছিল। টিভি দেখা শেষে সে একা ঘরে ঘুমাতে যায়। রোববার সকালে ঘুম থেকে উঠে তার বাবা মা মেয়েকে খুঁজে পাচ্ছিলো না। অনেক খোঁজাখুজির পরে বাড়ির পাশের একটি খড়ের গাদার নিচে সুমাইয়ার লাশ দেখতে পায়।
এরপর পুলিশকে খবর দিলে কাঁকনহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। এরপর মরদেহ খড়ের পালার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply