এএ আজাদ হান্নান,ঈশ্বরদী।। শুক্রবার বিকেলে মহান একুশ ও আন্তর্জান্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজাপুরের মুলাডুলি মাঠে ছয়দিন ব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে।
রাজাপুর একুশে গ্রন্থাগার আয়োজিত বই মেলার উদ্বোধন করেন, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুৃল
কায়েস,বড়াইগ্রম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মরিয়ম খাতুন, ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক
সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এড.হেদায়েত-উল হক, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ বিশিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
ইউপি চেয়ারম্যান ও মেলা বাস্তবায়ন
কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন,ফারুক হোসেন, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, আব্দুস সালাম ও আব্দুল মতিনসহ অন্যরা প্রমুখ।
প্রধান অতিথিসহ অন্য অতিথিদের বই ও স্মরনিকা উপহার দেওয়া হয়। রাজধানী ঢাকার বাইরে কোন গ্রামাঞ্চলে অনুষ্ঠিত এই বই মেলায় প্রায় ৫০ টির মত স্টল,রক্তদান কর্মসূচি, র্যাফেল ড্র এবং মেলা মাঠের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট ব্যক্তিদের জ্ঞানগর্ভ আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি,বিতর্ক প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। মাঠে চোখ ঝলসানো রঙিন লাইটে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার দর্শক স্রোতাদের ভিড়ে মেলা মাঠ জমে ওঠে। প্রথম দিনেই স্বপ্ন কম্পিটার বই স্টলে বই প্রেমীদের ভিড় ও বিক্রি জমে ওঠে।
Leave a Reply