স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীর রুপপুরে
নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
প্রকল্পের নতুনহাটস্থ ৬ নং বহুতল বিশিষ্ট
গ্রীণসিটির ১০৬ নং কক্ষে শনিবার রাতে
সৎভাইয়ের হাতে সৎভাই খুন ও অপর সৎ ভাইসহ
দু’ব্যক্তি আহত হয়েছেন। অফিসিয়াল অভ্যন্তরীন
কোন বিষয় নিয়ে বিতর্কের এক পর্যায়ে চাকু
মেরে খুন ও কিলঘুষি মেরে আহত করা হয়। খুন
হওয়া ব্যক্তি হলো তাজাখস্তানের নাগরিক
ভিক্টোরোভিচের ছেলে ও রুপপুর প্রকল্পের ঠিকাদারী
প্রতিষ্ঠান নিকিমে কর্মরত ভোলদিমীর শেভিজ (৫০)।
ও চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া অপর সৎভাই
আন্দ্রে । প্রাথমিক চিকিৎসা নেওয়া ব্যক্তিসহ
জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা
বিতাল,গেনাবী ও ভলোদিমীর সকলেই
গ্রীণসিটির পৃথক ভবনে বসবাস করেন এবং
রুপপুর প্রকল্পের অপর ঠিকাদারী প্রতিষ্ঠান রোসেমে কর্মরতআছেন। ঈশ্বরদী থানা ও রুপপুর
প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসের দেওয়া তথ্য
সূত্রে এসব জানাগেছে।
সূত্রমতে, শনিবার রাতে পৃথক ভবন থেকে প্রকল্পের
নতুনহাটস্থ ৬ নং বহুতল বিশিষ্ট গ্রীণসিটির
১০৬ নং কক্ষে সৎভাই আন্দ্রেসহ সকলেই উপস্থিত
হয়ে অফিসিয়াল অভ্যন্তরীন কোন বিষয় নিয়ে
বিতর্কে জড়িয়ে পড়েন। এসময় সবাই মদ্যপ
অবস্থায় ছিলেন। বিতর্ক চলাকালে উভয়ের মধ্যে
ধস্তাধ্বস্তির এক পর্যায়ে কিলঘুষি ও চাকু মেরে
খুন ও আহত করা হয়। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতে সেখান থেকে
মরদেহটি উদ্ধার করে। প্রকল্পের কর্মকর্তাদের
সহায়তায় নিয়মমাফিক চিকিৎসার ব্যবস্থা করে
এবং বিতালী,গেনাবি ও ভালোদিমীরকে
জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়।
Leave a Reply