বিনোদোন ডেক্স।। কোনো বাংলাদেশী এই প্রথম ইউএনএইচসিআর এর শুভেচ্ছা দূত হয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান খাঁন। গত শনিবার (২রা জানুয়ারি) তাঁর নাম ঘোষনা করা হয়।
তাহাসান খাঁন জানান, রোহিঙ্গাদের নিয়ে চলচিত্র বানানোর পরিকল্পনা আছে তাঁর। প্রথমে ভেবেছিলাম রোহিঙ্গাদের নিয়ে একটি গান বানাবো, এরপর ভাবলাম একটা ছোটো নাটক বা সিনেমা বানাবো। এটা নিয়ে আলোচনা চলছে। এর মাধ্যমে মূল ধারার মিডিয়াতে রোহিঙ্গাদের কথা প্রচার হয় এবং সবাই যেনো রোহিঙ্গাদের প্রতি মানবিক হয়।
জাতিসংঘে শরণার্থী সংস্হার শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে বলেন, আমি আনন্দিত এবং একই সাথে শঙ্কিতও বটে। কারন এতো বড় দায়িত্ব পাালন করতে পারবো কিনা এর জন্য সবার সহযোগিতা কামনা করেন তাহাসান।
Leave a Reply