স্টাফ রিপোর্টার।।বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু দ্দৌজা সোমবার জনিয়েছেন যে রোহিঙ্গারা ভাসান চরে যেতে আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে ভাসানচর পরিদর্শন করেছি। আগামী ১০ দিনের ভিতরে রোহিঙ্গাদের একটি দল ভাসান চরে যেতে প্রস্তুতি শুরু করেছে।
শরনার্থী শিবির ও কক্সবাজারের আশে পাশে থাকা প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা অবস্হান করায় বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিনষ্ট হওয়াতে সরকার দুই বৎসর আগে তাদের একটি অংশ ভাসান চরে স্হানান্তর করতে চায়।
কিন্তু সে সময় সাগরের ভিতরে জনমানবহীন এই চরে যেতে রাজী হয়নি রোহিঙ্গারা।
নিজেস্ব ২৩১২ কোটি টাকা ব্যায়ে সরকার ১৩ হাজার একরের ঐ চরে ১২০ টি গ্রামের অবকাঠামো তৈরী করে। যেখানে প্রায় এক লাখেরও বেশী মানুষ বসবাস করতে পারবে।
ইতিমধ্যে প্রায় তিনশত মালোয়েশিয়া যাওয়ার পথে সমুদ্র থেকে উদ্ধারকৃত রোহিঙ্গারা এই চরে বসবাস করছে।
গত ৫ই সেপ্টেম্বর রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল ভাসানচর দেখে আসে এবং তাদের সন্তষ্টি প্রকাশের পর তারা ভাসান চরে যেতে আগ্রহ প্রকাশ করে।
Leave a Reply