টিএ পান্না, ঈশ্বরদী : প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সহায়তা করতে পাবনা-সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনে আনুষ্ঠানিকভাবে নৌকার প্রার্থীতা ঘোষনা করলেন প্রয়াত ভূমিমন্ত্রীর কন্যা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া।
শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে মাহজেবিন শিরিন পিয়ার পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ঘোষনা দেন।
এসময় পৌর মহিলা আওয়ামীলীগ সভাপতি ফেরদৌসআরা বেবী, পৌর মহিলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক শামিমা আক্তার বেবী, উপজেলা যুবমহিলালীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা পৌর যুব মহিলালীগের সহসভাপতি মোসা: কহিনুর খাতুন,পৌর যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক রুহানী সাবরিন ও মহিলালীগ নেত্রী পারভীন আক্তার উপস্থিত ছিলেন।
মাহজেবিন শিরিন পিয়া আরও বলেন, প্রধান মন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ উন্নীত হবে স্মার্ট বাংলাদেশে। চল্লিশ বছরের রাজনীতিতে আন্দোলন সংগ্রাম ও নির্বাচন করে জনগনের পাশে ছিলাম আগামিতেও মহিলা এমপি হলের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাবনা-সিরাজগঞ্জ জেলার মানুষের সেবা করতে চাই।
Leave a Reply