নিজস্ব প্রতিবেদক : সদরঘাটে আগের মতো নেই চিরচেনা যাত্রীর ভীড়।আর কয়েক দিনপর সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ফলে নাড়িরটানে পরিবারে সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ।
এবারের ঈদযাত্রায় ভিন্ন চিত্র দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। আগের মতো সেই চিরচেনা ভিড় নেই দক্ষিণবঙ্গের দিকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে। ফলে লঞ্চে ভোগান্তিহীন স্বস্তিতে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। যাত্রাপথের এই আশীর্বাদ নিয়ে এসেছে পদ্মা সেতুর কারণে।
এবারের ঈদযাত্রাকে অকপটে নির্ঝঞ্ঝাটই বলেছেন যাত্রীরা। তবে আগামী ৮/৯ তারিখ যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করে লঞ্চ কর্তৃপক্ষ।
Leave a Reply