ডেস্ক প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার কূটনৈতিকভাবে কোনে চাপে নেই, বরং বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়েছে- বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আগামীতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করবে।
আর দুই দেশের নিরাপত্তায় বিজিবি-বিএসএফের সম্পর্ক আরো ভালো হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের বিষয়েও ভারত উদ্যোগ নেবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
এদিকে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুরে, সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে সে বিষয়ে কথা হয়েছে।
এছাড়া সাইবার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, কীভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্ঞানভিত্তিক অংশীদার হতে পারে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তা নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এবং সম্ভাবনার সম্পর্ক ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
মাসুদ / নিউজ
Leave a Reply