স্টাফ রিপোর্টার।। সরকারি বরাদ্দকৃত বাসায় কর্মকর্তারা না থাকলেও তাদের বেতন থেকে ভাড়া কেটে নেয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২শে ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) মিটিংয়ে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মিটিং শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, কর্মকর্তাদের নির্ধারিত বাসা রয়েছে। শিক্ষক, চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসা বানানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তারা সেসব বাসায় থাকে না।
বেতন বৃদ্ধির কারনে যে বাসা ভাড়া হয় তার চেয়ে কম টাকায় বাইরে বাসা ভাড়া পাওয়া যাওয়ায় কর্মকর্তারা বাইরেই থাকেন। এই কারনে সরকারি টাকায় বানানো বাসাগুলো খালি পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারনেই প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।

পরিকল্পনা সচিব আরো জানান, সভায় মোট পাঁচটি প্রকল্পে তিন হাজার তিনশত আট কোটি টাকা বরাদ্দের অনুমতি দেয়া হয়েছে।
Leave a Reply