স্টাফ রিপোর্টার।। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য এ্যাওয়ার্ড পেয়েছেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠ ও বাংলা টিভির স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না।
গত (১১ই ডিসেম্বর) শনিবার বিকেল চারটায় ঢাকা সেগুন বাগিচায় কচিকাচার মেলা মঞ্চে এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন পেশায় বিশেষ অবদান রাখার জন্য সারা দেশ থেকে বিশ জন গুনি ব্যাক্তিকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য তৌহিদ আক্তার পান্নাকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অদ্য (১৩ই ডিসেম্বর) সমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব অফিসে তাঁকে ফুলেল সম্মর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিডি রফিকুল আলম, সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফুল আবেদীন, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পায়েল হোসেন রিন্টু, বক্তব্য দেন সহ-সভাপতি এ্যাড হেদায়েত উল হক, সহ সাধারন সম্পাদক বাপ্পি রায়হান, মামুনুর রহমান, টিভি জার্নালিষ্ট এসেসিয়েসনের সাধারন সম্পাদক বায়োজিদ বোস্তামি পলাশ, ভারপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক রাসেল তালুকদার, দপ্তর সম্পাদক টিটুল, নির্বাহী সদস্য শিপন আল মাহামুদ, ইয়াছিন শেখ, সৌরভ, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
সম্মর্ধনা শেষে স্ব-রচিত কবিতা পাঠ করে শোনান ঈশ্বরদী থানার এসআই মোঃ রমজান আলি সরকার।
Leave a Reply