অনলাইন ডেক্স।। অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সারাদেশে আন্তনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শুধু কমিউটার ট্রেন ছাড়া সব ধরনের টিকিটি অনলাইনে বিক্রি হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১২ জুলাই) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রী বলেন, ‘আমরা সাত দিনের জন্য ট্রেন চলানোর সিদ্ধান্ত নিয়েছি। লকডাউনের আগে যে ট্রেনগুলো চলাচল করতো, সেগুলোই চালানোর চেষ্টা করবো। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। সব টিকিট অনলাইনে বিক্রি হবে। তবে শুধু কমিউটার ট্রেনগুলোর টিকিট কাউন্টারে পাওয়া যাবে।’
ঈদকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply