রফিকুল আলম, ঢাকা অফিস॥ করোনা আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন।
সাবেক আইন মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওই দিনই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল মতিন খসরুর মৃত্যুতে বুধবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি ও সুপ্রিম কোর্ট আইনজীবি নেতা এড.রবিউল আলম বুদু। পৃথক শোকবার্তায় মন্ত্রী ও বুদু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, আব্দুল মতিন খসরুর মৃত্যুতে জাতি একজন যোগ্য নেতাকে হারালো যা কোনভাবেই পূরণ করা সম্ভব নয়।
Leave a Reply