সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে কমেছে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের চাপ। ফলে কোথাও পানি কমছে আবার কোথাও বাড়ছে। পানিবন্দি লক্ষাধিক মানুষ। তবে বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে কিছু মানুষ বাড়ি ফিরে গেছে।
সিলেটে জেলা প্রশাসন জানিয়েছে, জেলার ১৩ উপজেলার মধ্যে ৮টি বন্যা কবলিত। উপজেলাগুলো হলো সিলেট সদর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ। বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৪৩ হাজারের বেশি। এর মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখন আছে প্রায় ৩ হাজার ৭০০ জন। শ তিনেক মানুষ বাড়ি ফিরে গেছে। সর্বমোট ৫৪৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
কয়েকটি আশ্রয়ণ প্রকল্প বন্যা কবলিত হয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে সুরমা নদীতে পানি বাড়তে থাকায় সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে সিলেট সিটি করপোরেশন। একটি নিয়ন্ত্রণ কক্ষও খুলেছে।
Leave a Reply