নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বুধবার সতর্ক করে বলেছে, প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে সুদানের প্রায় ১১ মাসের যুদ্ধ ‘বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা সংকটের ঝুঁকি’র মুখোমুখি হবে।
সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে যুদ্ধ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ধ্বংস করেছে ব্যাপক অবকাঠামো এবং সুদানের অর্থনীতিকে পঙ্গু করেছে। যিনি আধাসামরিক র্যাাপিড সাপোর্ট ফোর্সেসের নেতৃত্ব দেন।
এটি ৮ মিলিয়নেরও বেশি লোককে নির্মূল করেছে। এছাড়াও সংঘর্ষের আগে ২০ লাখ লোককে ইতোমধ্যেই তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। দুই জেনারেলের যুদ্ধে দেশটিকে ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকটে পরিণত করেছে।
বিশ্ব খাদ্য কর্মসুচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেছেন, এখন ‘লক্ষ লক্ষ জীবন এবং সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে রয়েছে।
Leave a Reply