স্কাধিনতার কন্ঠ।। সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথমেই।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ কমে ৫ হাজার ৮১৫ দশমিক ৫৪ পয়েন্টে রয়েছে।
আজকের বাজারে ১,৪৫৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১,২১৩ কোটি ৪৫ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয় ৩৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭৯টি, আর কমেছে ২০২টি। ৭৮ টির দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৭ দশমিক ৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১০ দশমিক ১৯ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান ১৬ হাজার ৯৮৬ পয়েন্ট, যা আগের দিনের তুলনায় দশমিক ২১ শতাংশ কম।
সেখানে ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনে ছিল ৫৮ কোটি ৩৩ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টি, কমেছে ১৪৫টি, অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।
Leave a Reply