স্টাফ রিপোর্টার।। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে ঈশ্বরদী ও পাকশীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
৩১ বার তপোধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরুর পর পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস, বিএসআরআই এর মহাপরিচালক আমজাদ হোসেন, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়স্তম্ভে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে পাকশী ও ঈশ্বরদীতে আওয়ামীলীগের পক্ষ থেকে পৃথক পৃথক র্যালি ও শোভা যাত্রা বের করা হয়।পরে এসএম স্কুল মাঠে ডিসপ্লে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
Leave a Reply