আশরাফুল ইসলাম নাহিদ: স্বাধীনতা রক্ষার অঙ্গিকারের মধ্য দিয়ে ঈশ্বরদী ও পাকশীতে মহান স্বাধীনতা দিবসের নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিজয়স্তম্ভে একত্রিশবার তপোধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসুচি শুরু হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়,প্রশাসনিক ভবনসহ ব্যক্তি মালিকানাধীন ভবনে পতাকা উত্তোলন,বিজয়স্তম্ভে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন,মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,এসএম,স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজশিক্ষার্থী সমাবেশ,ডিসপ্লে প্রদর্শণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ,উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,আওয়ামীলীগনেতা রশিদ উল্লাহ,সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আব্দুস সালাম খান,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ,যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল,ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব, ডা: আনিসুর রহমান,ডা: আলমগীর পারভেজ,ডা: শফিকুল ইসলাম এবং বিএনপি ও এর অংগসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক,সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানগণ এসব কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও পাকশীতে রেলওয়ের বিভাগীয় প্রধান কর্মকর্তাগণ,রেল শ্রমিকলীগ ও পাকশীর আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের পক্ষ থেকে একই ধরনের কর্মসুচির আয়োজন ও বাস্তবায়নে অংশ নেন।
Leave a Reply