প্রযুক্তি ডেক্স।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে ঋণ প্রদানের লক্ষ্যে ১৩২ জন শিক্ষার্থীকে ‘সফটলোন’ প্রদান করা হয়েছে।
বুধবার (১০ই মার্চ) নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান ও নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শর্তানুযায়ী অনধিক ৮ হাজার টাকা সুদবিহীন ঋণ শিক্ষার্থীদের প্রদান করা হবে। সেই লক্ষ্যে পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের ব্যাংক অ্যাকাউন্টে ঋণের অর্থ প্রেরণ করা হবে।
উল্লেখ্য, পরিচালকর ও বিভাগীয় চেয়ারম্যানরা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ঋণের অর্থ প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষার্থীদের অধ্যয়নকালীন চাারটি সমান কিস্তিতে অথবা এককালীন ঋণ পরিশোধ করতে হবে। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না পাওয়া পর্যন্ত তাদের নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ প্রদান করা হবে না।
Leave a Reply