স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ।। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে মোরগ প্রতিকের প্রার্থী সাহাবুলের পক্ষে কাজ করায় প্রতিদ্বন্ধি ফুটবল প্রতিকের প্রার্থী রিপনের ভাই ও তার সহযোগি কর্তৃক হত্যা চেষ্টার প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (০৫ই ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের নিকটস্থ আদিবাসী খ্রীষ্টান পল্লীর বাসিন্দা সবুজ বিশ্বাসের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বক্তব্য দেন, সবুজ বিশ্বাস , আনাস্থাসিয়া বিশ্বাস , থমাসপদ বিশ্বাস ও নির্বাচিত ইউপি সদস্য সাহাবুল আলম। তারা বলেন, নির্বাচন পরবর্তিতে গত ২৯ তারিখ রাত সাড়ে আটটায় সবুজ বিশ্বাসকে চা দোকান থেকে ইক্ষুক্রয় কেন্দ্রে ডেকে নিয়ে রিপনের ভাই ও তার সহযোগিরা সবুজ বিশ্বাসকে চাকু দিয়ে হত্যার চেষ্টাকালে গ্রামবাসী ছুটে আসায় তারা পালিয়ে যায়। এর আগে গতকাল বিকেলে খ্রীষ্টান পল্লীবাসীরা খ্রীষ্টান পল্লীতে মানববন্দন-সমাবেশ করে সবুজ বিশ্বাস হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
Leave a Reply