অনলাইন ডেক্স।। চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৯ জন। এর মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসকর্মী রয়েছে। ফায়ার সার্ভিসের আরও অন্তত চারকর্মী নিখোঁজ রয়েছেন। সোমবার (৬ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান সর্দার এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (৪ জুন) রাত ১০ টা ৩০ মিনিটের দিকে সীতাকুন্ডের কন্টেইনার ডিপুতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় খর পেয়ে ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার ফাইটাররাও হতাহত হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও চারজন।
বিষ্ফোরনে ৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রকম্পিত হয়, জানালার কাঁচও ভেঙ্গে পড়ে।এ পর্যন্ত ৪৯ জন মৃত্যুর খবর পাওয়া গেছে এবং জেলা প্রশাসনের সহায়তায় ২২ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাসায়নিক পদার্থ হাইড্রোজেন পার অক্সাইড ভর্তি কন্টেইনার বিষ্ফোরনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও এখানে নিরলস ভাবে কাজ করছে। এখন পর্যন্ত আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রন করা যায়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসেন চৌধুরী জানান, নিহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
Leave a Reply