হিলি প্রতিনিধি : হিলি স্থলবন্দরে আশঙ্কাজনকহারে কমেছে পণ্য আমদানি রফতানি। কয়েকমাস আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন আড়াইশ থেকে ৩শ ট্রাক পণ্য ভারত থেকে দেশে প্রবেশ করলেও, বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে ৪০ থেকে ৫০ ট্রাকে। একদিকে ডলারের দাম ওঠা-নামা, অন্য দিকে কাঙ্খিত ঋণপত্র না পাওয়ায় পণ্য আমদানির পরিমান কমেছে বলে দাবি ব্যবসায়ীদের।
বছরের বেশিরভাগ সময় ধরেই দেশের ব্যাংক গুলোতে চলছে ডলার সংকট। সেই সাথে ওঠা নামা করছে ডলারের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, কাঙ্খিত ঋণপত্র পাওয়া যাচ্ছেনা ব্যাংকগুলো থেকে। সেই সাথে ডলার মূল্য ওঠা-নামা করায় পণ্য আমদানি করে, ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। ফলে কমেছে বন্দরের পণ্য আমদানির পরিমান।
ব্যবসায়ীরা বলছেন, কয়েক মাস আগেও হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন আড়াইশ থেকে ৩শ ট্রাক পণ্য ভারত থেকে দেশে প্রবেশ করলেও এখন এই সংখ্যা নেমে এসেছে মাত্র ৪০ থেকে ৫০ টিতে। ঋণপত্র সহজ করা না হলে,পণ্য আমদানির পরিমান আরও কমে যেতে পারে বলে অাশংকা আমদানিকারকদের।
এদিকে,পণ্য আমদানি কমার বিরুপ প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায়ে। চাহিদা মাফিক ট্রাক বন্দরে প্রবেশ না করায়,কাঙ্খিত বন্দর মাসুল আদায় করতে পারছে না পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ। বন্দরের আমদানি-রফতানি গতিশীল রাখতে,সহজ শর্তে ঋণপত্র খোলা এবং সকল ব্যাংকে একই মূল্যে ডলার দাম নির্ধারণ করার পরামর্শ আমদানিকারকদের।
Leave a Reply