স্টাফ রিপোর্টার।। অদ্য ১২/০৪/২০২২ ইং তারিখে গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদী, পাবনা এর পরিদর্শক ছানোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এস.আই মোস্তাফিজুর. এ.এস.আই নাসির উদ্দিন এ.এস.আই দিন্দার, কনস্টেবল জয়ন্ত, মেহেদী ও মাফরুজার সহযোগিতায় ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী কলেজ রোড এলাকায় খয়ের হাজী মার্কেটের পিছনে খয়ের হাজী মেসের ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী মোঃ রাফিন মন্ডল ওরফে আশিক (২৯), পিতা- মৃত: আমজাদ মন্ডল, মাতা-মোছাঃ বেলা বেগম, স্থায়ী সাং-হৃদয়পুর, ইউপি- আড়িয়া, থানা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর নিজ হেফাজত হতে ৩০(ত্রিশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আসামীর মুল বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানা হলেও শুধুমাত্র মাদক ব্যবসার জন্য ঈশ্বরদী শহরে বাসা ভাড়া নিয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির- ১৪(খ) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
Leave a Reply