স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীর কৃতি সন্তান অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম “স্বাধীনতা পুরস্কার ২০২২” পাওয়ায় তাঁকে সম্মর্ধনা দেওয়া হয়।
আজ বুধবার (৩০ মার্চ) ঈশ্বরদী ইক্ষু গবেষনা ইনস্টিটিউট মিলনায়তনে কিডনি চিকিৎসা সেবায় “স্বাধীনতা পুরস্কার ২০২২” পাওয়ায় অধ্যাপক ডাঃ কামরুল ইসলামকে ঈশ্বরদী বাসীর পক্ষ থেকে গণ সম্মর্ধনা প্রদান করা হয়।এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও পেশাজিবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড, কুয়াশা মাহামুদ এবং ডাঃ কামরুল ইসলামের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা রহিমা খাতুন সহ আরো অনেকে।
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পিতা আমিনুল ইসলাম ঈশ্বরদী ইক্ষু গবেষনা ইনস্টিটিউটেরর বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে মুক্কিযুদ্ধে তিনি শহীদ হন। তাঁর নাম অনুসারেই ঈশ্বরদী পৌর এলাকার শহীদ আমিন পাড়ার নামকরণ করা হয়। তাঁর মাতা অধ্যাপিকা রহিমা খাতুন তিনি লালমাটিয়া কলেজের শিক্ষিকা ছিলেন।
মাতা ও ছেলে দুজনই তাঁদের বক্তব্যে স্মৃতিচারণ করতে গিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তখন সবাই পিন পতন নিরবতার মধ্য দিয়ে তাদের বক্তব্য শুনেন।
Leave a Reply