স্বাধীনতার কন্ঠ ডেক্স।। হার্ট এ্যাটাক হওয়ার প্রায় এক মাস আগেই দেহে কিছু কিছু সংকেত দিতে শুরু করে। এ ধরণের সংকেত দেখা দিলে জরুরি ভাবে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে বলে জানিয়েছেন হার্ট বিশেষজ্ঞরা।
লক্ষন গুলো নিম্নরুপ–
১। শিরা উপশিরায় চর্বি জমাট বেধে রক্ত চলাচলে বাধার সৃষ্টি করায় মাংশ পেশী গুলো দুর্বল হয়ে পড়ে। ফলে শরীর অস্বাভাবিক রখম দূর্বল মনে হয়।
২। দেহে বা মস্তিস্কে রক্ত প্রবাহ কমে গেলে ঝিমুনির সৃষ্টি হয়।
৩। রক্ত প্রবাহ কমে যাওয়ায় শরীরে ঘাম ঝরলে স্যাঁতসেতে এবং ঠন্ডা ভাব অনূভব হয়।
৪। বুক, পিঠ, বাহু এবং কাঁধে ব্যথা অনুভব করলে দ্রুততার সাথে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। বুক ব্যথা এবং সংকোচন হার্টের অসুস্থতার বড় লক্ষণ।
৫। ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং রক্ত সরবরাহ না থাকলে স্বাসকষ্ট দেখা দেয়। হার্টের কোনো সমস্যা থাকলে ফুসফুসে রক্ত প্রবাহ কমে যায়। যার ফলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
Leave a Reply