স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীর কৃতি সন্তান, এক্সক্লুসিভ গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবক ও সফলতার চুড়ায় অবস্থানকারী বিশিষ্ট ক্রীড়াবিদ মেজর (অবঃ) ইমরুল আলম আবার ফের ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন নিম্ন আয়ের পরিবারের মধ্যে।
অদ্য বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঈশ্বরদী পৌর এলাকার কলেজ রোডে অবস্থিত মেজর (অবঃ) ইমরুল আলমের নিজস্ব বাসভবনে তার পক্ষ থেকে মেঘলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী যুবলীগ নেতা মজিদুল ইসলাম এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। বিশটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে মুরগির গোস্ত, চাল, ডাল, তেল, চিনি, সেমাই সহ নানা ধরনের তৈজসপত্র ঈদ উপহার সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী পাওয়া নিম্ন আয়ের মানুষগুলো উৎফুল্লচিত্তে মেজর (অবঃ) ইমরুল সাহেবের প্রয়াত পিতা-মাতার আত্মার মাগফেরাত ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply