স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভাড়ইমারী মাতাল পাড়ায় প্রতি বছরের ন্যায় এবারও ‘মাদককে না বলুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দু’দিন ব্যাপি আনন্দঘন পরিবেশে ঈদ আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। মরহুম শাহ আনিসুর রহমান সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এই মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। মরহুম শাহ আনিসুর রহমান সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুল ইসলাম মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী থানার সাব-ইনস্পেক্টর সুব্রত কুমার ঘোষ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মামুনুর রহমান ও ডা: মাসুম হাসান । এর আগে জাতীয় পতাকা উত্তোলন শেষে বাঁশিতে ফুঁক দিয়ে বাজনার তালে বালিশ খোলাসহ দু’দিন ব্যাপি ঈদ আনন্দ মেলার উদ্বোধন করা হয়।
Leave a Reply