স্বাধিনতার কন্ঠ ডেক্স।। আজ ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সারা দেশের মতো ঈশ্বরদীতেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।
আওয়ামীলীগ অফিসে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারন সম্পাদক মখলেছুর রহমান মিন্টু, পৌর সাধারন সম্পাদক ও মেয়র ইছাহাক আলী মালিথা সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
তারপর আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি মহোদ্বয়ের নেতৃত্বে দলের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়াও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সাংস্কৃতিক, সামাজিক, আইনজিবী ও সাংবাদিক সংগঠন সমুহ শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও এলজিইডি কর্তৃক নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস এর সভাপতিত্বে ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ভবনটি হস্তান্তর করা হয়।
এ সময় বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস সহ অন্যান্যরা।
ভবন হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশন ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না, সহ-সভাপতি বিপুল জোয়ারদার, এড.হেদায়েত উল হক, আশরাফুল আবেদীন ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান সহ অন্যরা।
Leave a Reply