স্টাফ রিপোর্টার ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর দুই কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডিআইজি (অবঃ) মো: মাহফুজুল ইসলাম রন্জু এবং বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) মোঃ আব্দুল গণি ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে আজীবন সদস্য পদ পেলেন।
মুজিব বর্ষের তিনশত বিয়াল্লিশ তম দিনে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এই সম্মান সূচক আজীবন সদস্য পদ তাঁদের প্রদান করা হয়।
এ উপলক্ষে গত সোমবার (২২শে ফেব্রুয়ারী) রাত নয়টায় উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ও কর্ণেল (অব:) মোঃ আব্দুল গণি। প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল জোয়ার্দার, সহ-সভাপতি আশরাফুল আবেদীন, সহ-সভাপতি এড.হেদায়েত উল হক, সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল তালুকদার, ক্রীড়া সম্পাদক মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম ও নির্বাহী সদস্য মমিন উদ্দীনসহ অন্যরা।
উক্ত সভায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে সম্মান সূচক আজীবন সদস্য পদ ঘোষণা করেন। পরে তাঁদের সম্মানে উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি, বিশিষ্ট গীতিকার, সুরকার ও কন্ঠ শিল্পী আশরাফুল আবেদীনের কন্ঠে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply