আন্তর্জাতিক ডেক্স।। কসোভোর নতূন প্রেসিডেন্ড হলেন সাবেক স্পিকার ভিজোসা ওসমানিক। কসোভোর পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে গত রোববার (৪ঠা এপ্রিল) তাঁকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন।
নির্বাচিত হওয়ার পরে তিনি পার্লামেন্টে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহন করেছেন। আল জাজিরা খবরে জানা যায়, ভিজোসা ওসমানিক (৩৮) আগামী পাঁচ বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
দেশটির পার্লামেন্টের আসন সংখ্যা মোট ১২০টি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে পার্লামেন্টে দুদিন ধরে বিশেষ অধিবেশন চলছিল। তৃতীয় দফা ভোটাভুটিতে ৭১ জন পার্লামেন্ট সদস্য ভিজোসা ওসমানির পক্ষে ভোট দেন। বাতিল হয় ১১টি ভোট। এ ছাড়া দুটি বিরোধী দল এবং জাতিগত সার্বীয় সংখ্যালঘু দল এই ভোটাভুটি বয়কট করে।
স্বাধিনতা যুদ্ধে নেতৃত্ব দান কারী নেতা হাসিম থাচি গত নভেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন।তখন সাময়িকভাবে ভিজোসা ওসমানি কে প্রেসিডেন্ট পদে আসীন করা হয়। গত বছর হেগের বিশেষ আদালতে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনলে পদত্যাগ করেন তিনি।
Leave a Reply