স্টাফ রিপোর্টার ॥ শনিবার (১৭ এপ্রিল) ছিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের ঐতিহাসিক একটি দিন।
দিবসটি পালন উপলক্ষে ঈশ্বরদীতে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসব কর্মসূচিতে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদউল্লাহ, অধ্যাপক আকরাম আলী খান, গোলাম মোস্তফা, প্রকৌশলী কবিরুল ইসলাম, দপ্তর সম্পাদক জুলমত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবির আলী হিরু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। এর পর বৈদ্যনাথতলাকে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয় এবং ১৭ এপ্রিলকে মুজিব নগর দিবস হিসেবে পালন করা হয়।
Leave a Reply