স্টাফ রিপোর্টার।। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (২৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন রেলপথ সচিবের একান্ত সচিব মুহাম্মদ মাহবুবুল হক।
তিনি বলেন, গতকাল শনিবার (২৪ এপ্রিল) তাঁকে পরীক্ষা করা হলে সচিব সেলিম রেজার শরীরে করোনাভাইরাস পজেটিভ আসে। এখন তিনি বাসাতেই চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন।
গত ২০২০ সালের ৫ মে সচিব হিসেবে রেলপথ মন্ত্রণালয় যোগ দেন সেলিম রেজা। এই পদে যোগ দেয়ার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply