আজ শুক্রবার (২৭/১১/২০২০ইং) মুন্সিগন্জ মাওয়া প্রান্তে ১০ ও ১১ নম্বর খুঁটির উপর বসছে পদ্মা সেতুর ৩৯ তম স্প্যান।যার ফলে এখন দৃশ্যমান ৫.৮৫ কিঃমিঃ সেতু। বাঁকি থাকে আর দুটি স্প্যান, আগামী ডিসেম্বরে ঐ দুটি স্প্যন বসানোর পরিকল্পনা আছে। স্প্যান দুটি বসলেই দৃশ্যমান হবে পুরো সেতু।
করোনার কারনে মাঝখানে কাজের ধীরগতি থাকলেও গত অক্টোবরে চারটি আর এই নভেম্বরে চারটি মোট আটটি স্প্যন বসেছে এই দুই মাসে।দ্রুততার সাথে এগিয়ে চলছে সেতুর কাজ।
প্রকল্পের তত্বাবধায়করা জানিয়েছেন আগামী বছরের জানুয়ারী থেকে সড়ক ও রেল পথের কাজ দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে প্রায় আড়াই কিঃমিঃ সড়ক পথ ও তিন কিঃমিঃ রেল পথের কাজ শেষ করা হয়েছে।
Leave a Reply