আজ শুক্রবার (২৭শে নভেম্বর) ভোর ৬-৪০মিঃ এ সবাই কে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আলী যাকের।
তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার মাগফেরাত কামনা করে শোকবার্তা পাঠিয়েছেন মাননিয় প্রধান মন্ত্রী এবং মহামান্য রাষ্টপতি।শোক বার্তায় বলেন মহান মুক্তিযদ্ধে এবং দেশের সাংকৃতি অঙ্গনে তাঁর অবদান স্মরনিয় হয়ে থাকবে।
গত চার বছর ধরে বিভিন্ন বার্ধ্যক্য জনিত রোগ ও মরনব্যাধী কন্সারে ভূগছিলেন তিনি শেষ পর্যন্ত ক্যান্সারের সাথে লড়াই করে হেরে গিয়ে বে-সরকারী একটা হাসপাতালে আজ ভোর ৬-৪০ মিঃ এ পাড়ি জমালেন পরপারে।
১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে এশিয়াটিকের দায়িত্ব নেন, মৃত্যুর সময় তিনি কোম্পানির গ্রুপ চেয়ারম্যান ছিলেন।স্বাধিনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার যুদ্ধে অংশ গ্রহন করে শব্দ যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন।এবং ভারতে ট্রেনিং নিয়ে যুদ্ধেও অংশ গ্রহন করেন।
তিনি জীবনে অসংখ্য নাটক ও চলচিত্রে অভিনয় এবং পরিচালনা করেছেন।তাঁর মধ্যে প্রসিদ্ধ ‘অচলায়তন’, ‘বাকী ইতিহাস’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘তৈল সংকট’, ‘এই নিষিদ্ধ পল্লীতে’, ‘কোপেনিকের ক্যাপ্টেন’ ‘বহুব্রীহি ‘ ‘তথাপী’ সহ অনেক।এবং তিনি লোখালেখিও করতেন।
তিনি তাঁর কাজের পুরুস্কার হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন আলী যাকের।
Leave a Reply