স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের কারণে আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ই মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম এ তথ্য নিশ্চিৎ করেন।
তিনি জানান, দেশে করোনা ভাইরাসের কারণে আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এই সকল লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সকলকে জানানো হবে। উল্লেখ থাকে যে, আগামী ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অন-লাইন প্লাটফর্ম (ZOOM APPS) এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।
Leave a Reply