স্টাফ রিপোর্টার।।বাংলাদেশের ব্যাংক গুলোতে ফের সাইবার হামলার আশঙ্কা করছে।সে জন্য আগে থেকেই সতর্কতা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এবং অনলাইন লেনদেন ব্যবস্থা ও এটিএম বুথে নজরদারি বাড়িয়ে দিয়ছে ব্যাংক গুলো। গত বৃহস্পতিবার (১৯ শে-নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ ব্যাপারে ব্যাংক গুলোকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়,উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত ছিল। তারাই আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্কে হ্যাকিং করতে পারে। এ বিষয়ে ব্যাংক গুলোকে প্রয়োজনীয় সতর্কতা মূলক ব্যবস্থা নিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতেই অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশের ব্যাংক গুলো।
Leave a Reply