স্টাফ রিপোর্টার।। গত শনিবার(২৮শে নভেম্বর)বিকেলে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনায়ন বোর্ডের সভায় মেয়াদ উত্তীর্ন পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করা হয়।
দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
১) রংপুর বিভাগ- পঞ্চগড় পৌরসভায় নৌকার মনোনয়ন পেয়েছেন জাকিয়া সুলতানা, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুর জেলার ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দিন, রংপুর জেলার বদরগঞ্জে মো. আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রামে মো. কাজিউল ইসলাম।
২) রাজশাহী বিভাগ- পুঠিয়ায় মো. রবিউল ইসলাম, পবায় মো. আব্বাস আলী, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনা জেলার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো।
৩) খুলনা বিভাগ- কুষ্টিয়ার খোকসায় মোঃ আল মাছুম মুর্শেদ, খুলনা জেলার চালনা পৌরসভায় শ্রী সনত কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গায় মোঃ রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।
৪) বরিশাল বিভাগ- বরগুনার বেতাগীতে এ, বি.এম গোলাম কবির, পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভায় আ. বারেক মোল্লা, উজিরপুরে মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে মোঃ লোকমান হোসেন ডাকুয়া।
৫) ঢাকা বিভাগ-মানিকগন্জে মোঃ রমজান আলী, ধামরাইয়ে মোঃ গোলাম কবির, শ্রীপুরে মোঃ আনিছুর রহমান।
৬) ময়মনসিংহ বিভাগ- গফরগাঁওয়ে এস. এম ইকবাল হোসেন ও নেত্রকোনা জেলার মদনে মোঃ আব্দুল হান্নান তালুকদার।
৭) সিলেট বিভাগ- সুনামগঞ্জ জেলার দীরাইয়ে শ্রী বিশ্বজিৎ রায়, মৌলভীবাজার জেলার বড়লেখায় আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, হবিগঞ্জে জেলার শায়েস্তাগঞ্জে মোঃ মাসুদউজ্জমান মাসুক।
৮) চট্টগ্রাম বিভাগ- সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলম নৌকার মনোনায়ন পেয়েছেন।
Leave a Reply