স্টাফ রিপোর্টার॥ ঈশ্বরদীতে বেশ লাগামহীন ভাবে করোনা রোগির সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে।
আজ শুক্রবারও ঈশ্বরদীতে করোনা রোগির সংখ্যা আরও ২২৫ জন বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে ঈশ্বরদী হাসপাতালে মাত্র ১৪ জন ভর্তি রয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য চেষ্টা করছেন।
এ বছর করোনা শুরুর পর থেকে ঈশ্বরদী হাসপাতাল ও নতুন হাটের ডিএম এফআর এ পরীক্ষাসহ আক্রান্তের তথ্য গোপন করে রাখা রোগি মিলে প্রায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬শ”৩১ জনে। মৃত্যু সংখ্যাও অন্ত:ত ২৬ জনে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ঈশ্বরদীতে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রবেশ দ্বার ঈশ্বরদীতে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিদারুণ সংকট চলছে। ঈশ্বরদীর একমাত্র সদর হাসপাতালে জনবলের ঘাটতি থাকা সত্বেও করোনা রোগির চিকিৎসার ব্যবস্থা করা হলেও আসন সংখ্যা প্রতিদিন আক্রান্ত রোগির তুলনায় খুবই সীমিত। এখানে আইসিইউ সুবিধা নেই। নেই অক্সিজেন প্লানটেশন। গুরুতর রোগীরা পাবনা, রাজশাহী বা ঢাকার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন । এতে তাদের খরচ বেড়ে যাবার পাশাপাশি হয়রানীর শিকার হতে হচ্ছে ব্যাপক হারে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, সেনাবাহিনীসহ সকল প্রকার প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনাসহ নানাভাবে চেষ্টা চালাচ্ছে। কিন্তু দিনমজুর মানুষরা ঘরে বন্দি থাকতে নারাজ। তারা তাই প্রশাসনের চেষ্টাকে উপেক্ষা করে বাইরে বেরিয়ে পড়ছে। আবার অনেকেই করোনা পজিটিভ হওয়ার পরও বিভিন্ন পরিবেশে মেলামেশা করছে।
Leave a Reply