অনলাইন ডেক্স।। চতুর্থ মেয়াদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরে যাওয়া মানে তার দল ও দেশকে বিপন্ন অবস্থায় ফেলে যাওয়া বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁরা বলেন, শেখ হাসিনা বিকল্পহীন প্রয়োজন আছে তার নেতৃত্বের। আওয়ামী লীগে এখনো শেখ হাসিনার বিকল্প তৈরি হয়নি।
বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা ব্যক্তিগত ইচ্ছার কথা বলেছেন। তবে তিনি সরে যেতে চাইলেই কী আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে যেতে দেবে? তার সরে যাওয়া মানে দেশের মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয়া।
বিশ্লেষকরা আরো বলেন, নতুন নেতৃত্বের প্রয়োজন, তবে আওয়ামী লীগে এখনো তা তৈরি হয়নি। শেষ মেয়াদের কথা প্রধানমন্ত্রী বলছেন ঠিকই কিন্তু প্রশ্ন থাকছে, কার উপর ছেড়ে যাবেন দায়িত্বটা?
দীর্ঘ প্রায় চার দশক আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়ে ৪ বার রাষ্ট্রীয় ক্ষমতায় আনা শেখ হাসিনা নিজেকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়, যা দেশের জন্যও গৌরবের বলছেন বিশ্লেষকরা।
এরইমধ্যে শেষ মেয়াদ নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশজুড়ে।
Leave a Reply